ভালোবাসা দিবসে শ্রাবণের ‘শুক তারা’
ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে পাওয়া যাবে শিব্বির আহম্মেদ সুমন ও সাব্বির আহমেদ শ্রাবণ পরিচালিত নতুন মিউজিক্যাল ফিল্ম ‘শুক তারা’। এতে ‘শুক তারা’ শিরোনামের গানটি গেয়েছেন দুই জনপ্রিয় সংগীত শিল্পি মাসুদ খান ও সাবরিনা সাবা।
ঈগলের ব্যানার থেকে গানটি মুক্তি পাচ্ছে। গানে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় জুটি পান্থ নিলয় ও ফারিয়া ফ্লোরা। গানটি প্রসঙ্গে সাব্বির আহমেদ শ্রাবণ বলেন, ‘ভালোবাসা দিবসের চমক হিসেবে গানটি প্রকাশ পাবে। গানটি নির্মাণে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশা করি এটি সকলের ভালো লাগবে।’
নির্মাণসূত্রে জানা যায়, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী গল্পে তৈরি করা হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘শুক তারা’ এবং এই মিউজিক্যাল ফ্লিমটি মুক্তি পাচ্ছে ব্লাক কাট মিডিয়া প্রডাকশনের ব্যানারে।
এনই/এসএইচএস/এবিএস