তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

পল্লীকবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’। এই কাব্যগ্রন্থ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তানভীর মোকাম্মেল।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন চূড়ান্ত করার পর্বে রয়েছে। নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ।

সিনেমাটি সম্পাদনা করবেন মহাদেব শী ও আবহ সংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। এর কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ।

কিনো-আই ফিল্মস ‘সোজন বাদিয়ার ঘাট’র প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের সঙ্গে সিনেমাটি সহ-প্রযোজনা করবেন পল্লীকবির মেয়ে হাসনা জসীম উদদীন মওদুদ ।

নির্মাতা তানভীর মোকাম্মেল এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’র মতো সিনেমা নির্মাণ করেছেন। তার নির্মিত সবশেষ সিনেমা ‘রূপসা নদীর বাঁকে’। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল।

এমআই/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।