গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

এক জীবনে অনেক সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন গাজী মাজহারুল আনোয়ার। একুশে পদক ও ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার যার মধ্যে অন্যতম। কোটি মানুষের শ্রদ্ধাও পেয়েছেন তিনি।

আজ এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটে’র উদ্যোগে মঞ্চ তৈরি করা হয়েছে। এর আগে তার মরদেহ রাখা হয়েছিল হাসপাতালের হিমঘরে। শুধু অপেক্ষা ছিল তার কলিজার টুকরা মেয়ে দিঠির। তিনি কালরাতেই দেশে ফিরেছেন।

সব আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে আসা হবে শহীদ মিনারে। এখানে তাকে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার। এ সময় তাকে দেশের নানা স্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।

সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসিতে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশানের আজাদ মসদিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এমআই/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।