কণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাকা) রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আজ কণ্ঠশিল্পী আসিফের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার ও আইনজীবী এম আনিসুজ্জামান।

পাসপোর্ট অফিসে আবেদন করে না পেয়ে এ সংক্রান্ত ঘটনায় হাইকোর্টে রিট করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, আসিফ আকবর দেশে ও দেশের বাইরের শ্রোতাদের কাছে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাসপোর্ট না থাকার কারণে তিনি দেশের বাইরের কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না।

তিনি ২০২১ সালের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাকে এখনো কোনো পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই এ বিষয়ে নির্দেশনাসহ রুল জারির বিষয়ে রিটে আরজি জানানো হয়েছিল।

এফএইচ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।