বুড়িগঙ্গা ধ্বংসে ঢাকাও ধ্বংস হবে


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

নদীর প্রতি অবহেলার জন্য পৃথিবীর অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে, বুড়িগঙ্গা ধ্বংস হলে ঢাকা শহরও ধ্বংস হবে। নান্দনিক সৌন্দর্য, ফসল, মৎস সম্পদ, নৌ-পরিবহন, জনমানুষের জীবন-জীবিকা, আবাসন ও সু-স্বাস্থ্যের জন্য বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ অন্যান্য নদীগুলোকে রক্ষা করতে হবে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী দখল ও দূষণের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেছেন বক্তারা।  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পল্লীমা গ্রীন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। আরো ২৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেয় এ মানববন্ধনে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সদরঘাট বিআইডব্লিউটিএ টার্মিনালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পল্লীমা সংসদ এবং খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান ময়না। এতে বক্তব্য রাখেন বাপার যুগ্ম-সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী মিহির বিশ্বাস, আনিসুল হোসেন তারেক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলাশয় ও নদীর প্রধান সমস্যা হচ্ছে দখল ও দূষণ। বিগত কয়েক দশক যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি উদাসীনতা, সিদ্ধান্তহীনতা, দূর্বলতা, দুর্নীতি ও সমন্বয়হীনতার কারণে অনেক নদীর মতই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, দখল-দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং ঢাকা মহানগরীর মূল জীবনীশক্তি, সৌন্দর্যময়, পরিষ্কার পানির স্রোতধারা, আমাদের প্রাণ প্রিয় নদীগুলো মরে যাচ্ছে।

এএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।