ভালোবাসা দিবসে তোমায় ভেবে লেখা


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বেসরকারি টেলিভিশন আরটিভি বিগত কয়েক বছর ধরে দর্শকদের গল্প নিয়ে ভালোবাসা দিবসে নাটক নির্মাণ করে থাকে। ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’- এই থিমের উপর ভিত্তি করে এবারো দর্শকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘তোমায় ভেবে লেখা’।

মহমনসিংহের বিপ্লব দাশের পাঠানো গল্পে নির্মিত ‘তোমায় ভেবে লেখা’ নাটকটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত এ নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, তিশা, সাফা কবির, হিল্লোল, নাবিলাসহ আরো অনেকে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আরটিভিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটকটির কলাকুশলীসহ আরটিভির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ইমরুআউল রাফাত বলেন, ‘নাটকটি সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের হলে গল্পে নতুনত্ব থাকবে। যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করি নাটকটি সবার কাছে ভালো লাগবে।’

তিশা বলেন, ‘প্রতিবার ভালোবাসা দিবসে চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রম কিছু কাজ উপহার দিতে। আমার বিশ্বাস দর্শকরা নাটকটি দেখে হতাশ হবেন না।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘তোমায় ভেবে লেখা’ নাটকটি আসছে ১৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৮টা ১০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।