তিশাকে নিয়ে সম্রাট ও নিলয়ের নীল নকশা
সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসলেও বেশ কিছু নাটক দিয়ে তিনি প্রশংসিত হয়েছেন দর্শকদের কাছে।
সম্প্রতি তিনি নায়করাজের পুত্র সম্রাটের পরিচালনায় কাজ করেছেন ‘নীল নকশা’ নামের একটি নতুন নাটকে। এখানে তার বিপরীতে কাজ করেছেন সুপার হিরো খ্যাত নিলয় আলমগীর। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে হাজির হবেন সম্রাটও। রানা জাকারিয়ার রচনায় নাটকটিতে চলচ্চিত্রাভিনেতা আলমগীরকেও দেখতে পাবেন দর্শকেরা।
এ সপ্তাহের নাটক হিসেবে ‘নীল নকশা’ চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল শুক্রবার, ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে।
এলএ