ভালোবাসা দিবসে নিশো-ঊর্মিলা


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

সায়েম একজন তরুণ নির্মাতা। ক্যারিয়ার মাত্র শুরু করেছে। আর সোহান তাকে সবসময় খুব বেশি খেয়াল রাখে। সায়েমের কাছে এটা নার্সিংয়ের মতো মনে হয়। তাই সোহানকে প্রচণ্ড অপমানের পর তার সঙ্গে ব্রেকআপ করে। এরপর সায়েম খুব আনন্দপূর্ণ মেজাজে ছিল। সে একেবারে স্বাধীন পুরুষ হিসেবে চলাফেরা শুরু করে।

সোহানের কিছুদিন সায়েমের জন্য মন খারাপ হয়। কিন্তু তারপর সেও নিজের মতো করে থাকা শুরু করে। ঠিক তখনই সায়েম আবার সোহানকে মিস করতে থাকে। কিন্তু সোহান সায়েমের সঙ্গে সম্পর্কে আর যেতে চায় না।

উপায় না দেখে সায়েম তাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর? এরপরের ঘটনা দেখা যাবে আরটিভির পর্দায়। ভালোবাসা দিবসের নাটক হিসেবে ‘নো অ্যানসার’ নামের রোমান্টিক নাটকটি চ্যানেলটিতে প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে।

সৈয়দ ইরফান উল্লাহর গল্প ভাবনায় এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে  সায়েম ও সোহান চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী করকে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।