দরদী বেকহাম


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

নতুন নতুন ফ্যাশনের রুপকার হিসেবে সব সময়ই আলোচনায় থাকেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম। তিনি আবারও আলোচনায়। তবে সেটি নতুন কোনো ফ্যাশনের জন্য নয়, বরং নিজের মহানুভবতার পরিচয় দিয়ে।

জানা যায়, ক্যাথরিন মায়নার্ড নামের একজন ডাক্তার যিনি কিনা আছেন লন্ডনের সাইক্লিষ্টদের দেখা শোনার দায়িত্বে। সম্প্রতি এক রোগীকে নিয়ে এম্বুল্যান্সের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ক্যাথরিন। আর তখনই সবাইকে অবাক করে দিয়ে একটি গাড়ি এসে থামলো সামনে। গাড়িটিতে ছিলেন স্বয়ং বেকহাম। তুলে নেন আহত রোগি ও ক্যাথরিনকে।

শুধু তাই নয় প্রচন্ড ঠান্ডায় দুজন বাইরে থাকায় জমে গিয়েছিলেন একেবারেই। তাদের গাড়িতে বসিয়ে রেখেই দুজনকে কফিও এনে দেন বেকহাম।

বেকহামের এমন মহানুভবতায় রীতিমতো অবাক ক্যাথরিন। তিনি বলেন, ‘নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। লন্ডনের রাস্তায় এভাবে বেকহামের সাহায্য পেয়ে যাবো তা কখনো কল্পনাও করিনি।’

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।