তৃতীয় দিনে আয় বেড়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

১১ আগস্ট মুক্তি পায় আমির খান ও কারিনা কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’। মুক্তির পর থেকেই ভারতীয় জনগণের বিক্ষোভের সামনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। তবে শনিবার (১৩ আগস্ট) সিনেমাটি কিছুটা আশার আলো দেখেছে।

এদিন সিনেমাটি ৮.৭৫ কোটি টাকা সংগ্রহ করে, যা আগের তুলনায় ২০ শতাংশ বেশি। অংকটা ৪০ শতাংশ হলে কিছুটা পুষিয়ে যেত। সব মিলিয়ে অদ্বৈত চন্দন পরিচালিত সিনেমাটির আয় এখন পর্যন্ত ২৭.৭১ কোটি টাকা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও পূর্ব পাঞ্জাব থেকেই মূলত ৪০ শতাংশ আয় করছে সিনেমাটি। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাটের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত।

এর আগে, মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি বয়কটের ডাক ওঠে। মুক্তির দ্বিতীয় দিনে দেশজুড়ে ১ হাজার ৩০০টি শো বাতিল করেন বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

অনেক মানুষ একযোগে সিনেমাটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন নির্মাতারা।

যদিও ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ভিনদেশি প্রতিক্রিয়া বেশে ইতিবাচক। এরই মধ্যে হলিউড তারকা টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অনুসরণে নির্মিত সিনেমাটিকে অস্কারের নিজস্ব পেজে সম্মান জানানো হয়েছে।

অ্যাকাডেমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যাতে দেখানো হয়েছে কীভাবে ভারতীয় সংস্করণেও অস্কারজয়ী আসল সিনেমার জাদুকে পুনরায় জীবন্ত করে তোলা হয়েছে।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।