দুই চরিত্রে রজতাভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ আগস্ট ২০২২

২০১৮ সালে ভারতের ভাগাড়কাণ্ডকে কেন্দ্র করে অম্লান মজুমদারের লেখা নতুন কাহিনি ও চিত্রনাট্য নিয়ে ওয়েব সিরিজ বানালেন রাজদীপ ঘোষ। আর এতে একই সঙ্গে দুই চরিত্রে অভিনয় করবেন ভারতের বিখ্যাত ও গুণী অভিনেতা রজতাভ দত্ত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার এ দ্বৈত সত্তার পোস্টার। এক দিকে তিনি জাল বেবিফুড ফ্যাক্টরির মালিক ইকবাল শাহেরিয়া। অন্যদিকে সে নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলী।

এতে রজতাভ দত্ত সহ আরও অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, ঐন্দ্রিলা শর্মা, মৌ ভট্টাচার্য এবং সুমন্ত মুখোপাধ্যায়। এক এক করে চরিত্রগুলোর ‘লুক’-এর পোস্টার মুক্তি পাচ্ছে। প্রথমে মুক্তি পেয়েছে সব্যসাচী ওরফে পরেশের দ্বৈত সত্তার প্রথম ‘লুক’।

ind2

আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। তার কাছেই নিজের জীবন নাশের সুপারি দিতে আসে নোনাডাঙার পরেশ।

কিন্তু পরেশ যে আর মরতে চায় না। সে তো বাঁচতে চায়। কিন্তু ইন্দ্রিশ একবার সুপারি পেয়ে গেলে তো খুন করেই ছাড়বে। কী হবে এবার? এসব প্রশ্নের উত্তর জানা যাবে সিরিজটি মুক্তির পর।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।