কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ গঠিত হচ্ছে


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের এ ধরনের একটি প্রস্তাব পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রস্তাবটি মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ গঠন অধ্যাদেশ এখন জাতীয় সংসদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেয়া পুলিশের জনবল বৃদ্ধির উদ্যোগের মধ্যে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব করা হয়। এটি বাস্তবায়ন হলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার জনগণ আধুনিক পুলিশ ব্যবস্থার আওতায় আসবে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশে আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির উদ্যোগের মধ্যে কুমিল্লা ও নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ গঠন করা হচ্ছে। কুমিল্লা মেট্রোপলিটন পুলিশে একজন ডিআইজি, দু`জন অতিরিক্ত ডিআইজি, ছয়জন এসপি, সাতজন অতিরিক্ত এসপি, চারজন এএসপিসহ ১২৪৮ জন জনবলের প্রস্তাব করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।