সরকারি অনুদানের নতুন ছবিতে ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৮ আগস্ট ২০২২

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ছোটপর্দার অসংখ্য দর্শকনন্দিত নাটক তার ঝুলিতে। শুধু নাটক নয়, একাধিক চলচ্চিত্রে কাজ করেও প্রশংসিত হয়েছেন তিনি। সেইসাথে তার গাওয়া বেশ কিছু গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন দুইটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এর একটি তৈরি হবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, অন্যটি সরকারি অনুদানের সিনেমা।

সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘জামদানি’, নির্মাণ করছেন অনিরুদ্ধ রাসেল। আর ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণাধীন সিনেমাটির নাম ‘দুই দিনের দুনিয়া’, নির্মাণ করবেন অনম বিশ্বাস।

সিনেমা দুটিতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আজকের এই অবস্থানে আসার পেছনে নিজেকে অনেক শ্রম দিতে হয়েছে। অভিনয়টা চাইলেই হয় না, সাধনা করতে হয়। আমার কাজের প্রতি দর্শকের আস্থা জন্মেছে। তাই এখন সিনেমায় গল্প এবং চরিত্র-দুটোই ভালো লাগাটা জরুরি। একই সঙ্গে পরিচালক এবং সহশিল্পীর বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। “দুই দিনের দুনিয়া” এবং “জামদানি” সিনেমা দুটির গল্প ও অন্যান্য বিষয় আমার ভালো লেগেছে। তাই দুটো সিনেমাতে কাজ করছি। আমার বিশ্বাস দুটো সিনেমাই ভালো হবে, দর্শকের পছন্দ হবে।’

ইতিমধ্যেই রাসেলের জামদানি সিনেমার শুটিং শুরু হয়েছে। জামদানি পল্লির মানুষের জীবনের গল্পকে তুলে ধরা হবে এ সিনেমায়। দেশের জন্য তাদের পরিশ্রম ও অবদানকে নিয়েই জামদানির কাহিনি। মূল চরিত্রে অভিনয় করছেন জিয়াউল রোশান ও শিবা আলী খান। মোস্তাফা মননের কাহিনিতে সিনেমার কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন আজাদ আবুল কালাম, প্রযোজনায় জানে আলম খান।

এমআই/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।