সম্মান ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ: হিরো আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৭ আগস্ট ২০২২

বগুড়ার ছেলে আশরাফুল আলম সাঈদ। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। সেই বিষয় নিয়ে কথা বললেন হিরো আলম।

তিনি বলেন, ‘অনেকে আমার পেছনে লেগেছে। তারা আমার সম্মান নষ্ট করতে চেষ্টা করছে। পাশাপাশি আমাকে মিডিয়া থেকে বের করে দিতে চেষ্টা করছে। কিন্তু সরাতে পারছে না। তাই তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার নামে মিথ্যা মামলা করছে। যাতে আমি হরয়ানির শিকার হই।’

মনে সাহস করে সামনের দিকে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘দেখেন আমি সাত বছর ধরে মাঠে কাজ করে যাচ্ছি। নিজের মতো করে সংগ্রাম করছি। কেউ আমার সংগ্রামে এগিয়ে আসেনি। কিন্তু আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আপনি হয়তো কয়েকদিন ধরে খেয়াল করে দেখবেন আমাকে নিয়ে সারা বিশ্বের সব বড় বড় গণমাধ্যম সংবাদ করছে। আমি যদি মিথ্যা অথবা প্রতারক হতাম তাহলে তারা কোনোদিন আমার পক্ষ নিয়ে কোনো সংবাদ করতো না।

অনেকে বড় বড় কথা বলেছে হিরো আলম কোনো কিছুই না। কিন্তু আমার প্রশ্ন হলো তাদের নিয়ে কোনো আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ হচ্ছে? তারাও তো অনেক কাজ করছে বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। তাছাড়া, অন্যকে নিয়ে তারা ভাবছে কেন? তাদের নিজের কাজ করুক।’

মামলা নিয়ে হিরো আলম বলেন, ‘গত বছর থেকে আমার নামে বিভিন্ন থানায় জিডি করা হচ্ছে। তার কোনোটা যদি সত্য প্রমাণ হয় আমার যে শাস্তি হবে তা মাথা পেতে নেবো। যারা এই জিডি করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে পারতাম। কিন্তু তা আমি করিনি। তাদের মধ্যে কেউ কেউ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার পাবলিক করে দিয়েছে। আবার কেউ আমার পাঁচটা ইউটিউব চ্যানেল হ্যাক করে নিয়ে গেছে। আমি পুলিশের সাহায্যে তিনটি উদ্ধার করেছি।’

কোনো গুজব বা মনগড়া কথায় কান না দিয়ে সত্য মিথ্যা যাচাই করে সঠিক তথ্য বিশ্বাস করতে অনুরোধ জানিয়েছেন আলম। তার ভাষ্য, ‘সম্মান ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কেউ ইচ্ছে করলে কোনো কিছু করতে পারবে না।’

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।