যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক লড়াই শুরু
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে অাইওয়া রাজ্যে ককাস অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ডেমোক্রেট ও রিপাবলিকান দলের প্রতিনিধিরা ককাসের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
হোয়াইট হাউজে যাওয়ার জন্য নির্বাচনী প্রতিযোগিতায় দুই দলের সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক লড়াই শুরু হচ্ছে। ওই অঙ্গরাজ্যের ককাসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানসহ অন্যান্য দলীয় সদস্যরা তাদের প্রেসিডেন্টাল ডেলিগেটদের বাছাই করবেন। চলতি বছরের জুলাই মাসে দুই দলের ভিন্ন ভিন্ন জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন উভয়ে নির্বাচনের প্রচারে নিজ নিজ দলের শীর্ষে রয়েছেন। তবে সোমবারের নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হচ্ছেন তা এখনো নিশ্চিত নয়।
দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই এই প্রাক-নির্বাচনী ভোট হবে, আইওয়া দিয়ে সে প্রক্রিয়া শুরু সে কারণে আইওয়া ‘ককাসের’ গুরুত্ব রয়েছে। প্রভাবশালী রিপাবলিকান মার্কো রুবিও, ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ও রক্ষণশীল টেড ক্রুজের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ট্রাম্পের প্রতি ২৮ শতাংশ ভোটার, ক্রুজের প্রতি ২৩ শতাংশ ও সিনেটর মার্কো রুবিও’র প্রতি ১৫ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতি চার বছর অন্তর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবিধানিক বিধি নিষেধের কারণে দেশটির কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।
এসআইএস/আরআইপি