বিশ্বরঙের দাদা ও দিদির সাজে জুটি হলেন নিরব-পূজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৭ জুলাই ২০২২

দুই প্রজন্মের দুই তারকা নিরব হোসেন ও পূজা চেরী। দুজনেই ছোট পর্দা দিয়ে পা রাখেন শোবিজে। এখন তারা নিয়মিত সিনেমার আঙিনায়। তবে কখনো একসঙ্গে কাজ করা হয়নি এই নায়ক-নায়িকার। সেই সুযোগ করে দিয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ‘বিশ্বরঙ’।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ ২৫ বছর ধরে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘বিশ্বরঙ’। এই ২৫ বছরে বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে।

ধারাবাহিকতায় ৭ম বারের মতো শুরু হচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২২’ ও ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা-২০২২’।

এই আয়োজনে মডেল হিসেবে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিরব ও পূজা। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে বহুবার বিশ্বরঙের মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে পূজার সঙ্গে এটাই প্রথমবার। ভালো লাগছে।’

পূজা বলেন, ‘বিশ্বরঙ আমার পছন্দের একটি ব্র্যান্ড। বিপ্লব সাহা দাদার কাছ থেকে সবসময় আদর স্নেহ পেয়েছি আমি। উনার প্রতিষ্ঠানের মডেল হতে গিয়ে নায়ক নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাটা দারুণ।’

বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে প্রতিভার সাক্ষর রাখছেন। তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। সেই ধারাবাহিকতায় আরও একবার আয়োজনটি নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, এবারের ৭ম ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি ও দাদা’ প্রতিযোগিতায় দেশের যে কোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের ও ধর্মের মেয়ে ও ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন।

তিনি অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য বলেন, ‘সদ্য তোলা ফোর আর সাইজের ৩ কপি ছবি (ফুল, মিড লং ও ফুল লেংথ) ছবিসহ আপনার নিকটবর্তী বিশ্বরঙের শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিন এবং শোরুম থেকে চেকইনের মাধ্যমে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।’

শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ১৬ আগস্ট।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।