আজকের অনন্যায় বাঁধন


প্রকাশিত: ০৬:২৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

প্রায় নয় বছর আগে ‘তারকা আড্ডা’ নামের একটি অনুষ্ঠানে বাঁধন প্রথম উপস্থাপনা করেন। এরপর একাধিক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি প্রশংসিত হয়েছেন। তবে নারীদের নিয়ে কোনো গেম শো উপস্থাপনা করলেন এবারই প্রথম।
 
স্যাটেলাইট চ্যানেল জিটিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আজকের অনন্যা’র সঙ্গে যুক্ত হয়েছেন লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন। এর আগে অনুষ্ঠানটি তানিয়া আহমেদ এবং ফারহানা নিশো উপস্থাপনা করেছেন।

বাঁধন জাগো নিউজকে জানালেন, কাজের বৈচিত্রতা আনতেই এই অনুষ্ঠানটির সঙ্গে জড়িয়েছেন তিনি। তার বিশ্বাস, তার উপস্থাপনায় ‘আজকের অনন্যা’ ভালো লাগবে দর্শকদের। তিনি জানালেন, এফডিসির ৪নং ফ্লোরে অনুষ্ঠানের বিভিন্ন পর্বের দৃশ্য ধারণের শুটিংয়ে অংশ নিচ্ছেন আজ শনিবার, ৩০ জানুয়ারি।

এদিকে জিটিভি জানিয়েছে, এরইমধ্যে বেশ কয়েটি পর্বের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বাঁধনকে নিয়ে। মোট ১৫টি পর্বের উপস্থাপনা করবেন এ তারকা। শিগগিরই জিটিভিতে বাঁধনের পর্বগুলোর প্রচার শুরু হবে।

প্রসঙ্গত, আমাদের সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোনো ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় অপরের আংগুলিহেলনে। একটা সময় ধারণা ছিল, আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল নয়, আবেগপ্রবণ, যুক্তিহীন, সিদ্ধান্ত নিতে সময় লাগে, মোটেও আত্মবিশ্বাসী নয়, খুব বেশি পরনির্ভর। কিন্তু সময় পাল্টেছে, নারী আর ঘরের কোণে নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন।

জিটিভিতে  প্রতি বৃহস্পতিবার রাত ৯টায়  প্রচার হচ্ছে প্রতিযোগিতা মূলক গেম শো আজকের অনন্যা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।