চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৬ জুলাই ২০২২

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। নাটকের গল্পের তুলে ধরা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন কৃষ্টি-কালচার কে। সেইসঙ্গে কিছু মন্দ সংস্কৃতির বিরুদ্ধে করা হয়েছে প্রতিবাদ।

দীর্ঘদিনের পরিকল্পনার নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি। আর এই পুরো প্রজেক্টর ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রযোজক আকবর হায়দার মুন্না।

নাটকের চিত্রনাট্য মেজবাহ উদ্দিন সুমনের। রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান।

মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে ও মাসুদুল হাসানের নির্বাহী প্রেযোজনায় নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, তানভীর, নাবিলা, চিত্রলেখ গুহ, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, হিন্দোল রায়, আসিফ আহমেদ শোভন, সামা ইসলাম, রনিসহ আরও অনেকে।

নাটকটির ভাবনা ও পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের কর্ণধার আকবর হায়দার মুন্না। তিনি জানান, ‘নাটকে আমরা চট্টগ্রামের রীতি নীতির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তবে অবশ্যই কাউকে হেয় করে নয়। নাটকের সংলাপগুলো খুব মজার। ঈদের নাটকে দর্শক বাড়তি বিনোদন পছন্দ করেন। সেদিক বিবেচনা করে এই নাটকটি নির্মাণ করেছি।’

নাটকটি প্রকাশের পর দর্শক এবং বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছে নাটকের সাথে সংশ্লিষ্ট সবাই।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পাচ্ছে দর্শক।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।