সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ পিএম, ১৫ জুলাই ২০২২

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বৃহস্পতিবার দিনগত রাতের শেষভাগে হার্ট অ্যাটাক হয় তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়েছে।

ফেরদৌস ওয়াহিদের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তার ঘনিষ্ঠ শিল্পী খন্দকার বাপ্পি জাগো নিউজকে বলেন, ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের অবস্থা এখন বেশ ভালো। চিকিৎসকরা চিন্তা করতে না করেছেন। এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

পারিবারিক সূত্র জানায়, ৬৯ বছর বয়সী এ পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায়, বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। দেশে যে কজন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে নিবিষ্ট থেকেছেন, তিনি তাদের অন্যতম।

ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- এমন একটা মা দে না, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম প্রভৃতি।

এমআই/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।