যুক্তরাষ্ট্রে মুক্তি পেল ‘গলুই’, প্রিমিয়ারে শাকিব খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৫ জুলাই ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরি। শুক্রবার (১৫ জুলাই) মহাসমারোহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সেখানে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ সিনেমার।

বাংলাদেশ সময় শনিবার (১৬ জুলাই) ভোরে ছবিটির একটি বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন শাকিব। আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, শামীম শাহেদ, চিত্রনায়ক ইমনসহ আরও অনেকে।

এরমধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা ‘গলুই’।

Shakib Khan

২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে গলুই সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এসএ হক অলিক।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে পরিচালকের সিনেমা। বিষয়টি নিয়ে দারুন উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সিনেমাটি সবাই উপভোগ করবেন।’

ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

অনলাইনে এ লিংকে ‘গলুই’ সিনেমার টিকিট পাওয়া যাবে।

এমআই/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।