ঢাবি থেকেও বহিষ্কার সেই ১০ ছাত্র


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৫ জুলাই ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাত সাংবাদিকক পেটানোর ঘটনায় জড়িত ছাত্রলীগের ১০ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে তাদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। এছাড়া এই ঘটনায় আরো দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য জানান। প্রক্টর বলেন, ‘বহিষ্কারাদেশ চলাকালে এরা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।’

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের মিজান, ইতহাস চতুর্থ বর্ষের শরীফ, দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুল হামিদ, ম্যানেজমেন্ট প্রথম বর্ষের বিদ্যুৎ ও ফিন্যান্স বিভাগের জাকির ও সোহাগকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী, সমাজবিজ্ঞানের রাহাত, সংস্কৃত বিভাগের পারভেজ ও নোবেলকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া খোকন ও মোখলেছ নামের আরো দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ওই ঘটনার পর মঙ্গলবার কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলাকে কেদ্র করে ছাত্রলীগকর্মীরা সাত সাংবাদিককে পিটিয়ে আহত করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।