প্রবাসী কামরুল চরিত্রে অপূর্ব, সঙ্গে কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৫ জুন ২০২২

আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতোটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সঙ্গে কেয়া পায়েল। সিএমভি’র ব্যানারে নাটকটি সম্প্রতি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

নির্মাতার ভাষ্যে, ‘অনেকদিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়ের উপর।’

‘আপনজন’ নাটকে দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।