ভাড়াটে খুনি চরিত্রে সজল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পিএম, ২২ জুন ২০২২

বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘আয়েশা’। এ নাটকে ভাড়াটে খুনি চরিত্রে দেখা যাবে আবদুর নূর সজলকে।

নাটকটির প্রচার হবে ২৩ জুন (বৃহস্পতিবার ) রাত ১০ টায়। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শদ্ধমান চৈতন।

এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল ও রাখাল সবুজ প্রমুখ।

নাটক নিয়ে লেখক আনন জামান বলেন, ‌বাংলাদেশের কোনো এক গ্রাম। সেই গ্রামের এক মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে সে একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে। অজানা অচেনা আগন্তুককে দেখে গ্রামের লোকজন কানাঘুষা করে।

সজল গ্রামের একের এক মানুষের সঙ্গে মিশতে থাকে। কিন্তু তাকে নিয়ে লোকজনের কৌতুহল বাড়তেই থাকে। ওদিকে, গ্রামের মেম্বার সজলকে হুমকি দেয়। তাকে যে জন্য আনা হয়েছে, সে কাজ করে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। প্রয়োজনে তাকে আরও টাকা দেওয়া হবে, তবুও খুনের কাজটা দ্রুত সারতে বলা হয় তাকে।

সজল খুনি হলেও তার একটা নীতি আছে। যাকে খুন করবে, তার আদ্যোপান্ত জেনেই তাকে খুন করে। কোনো নিরীহ মানুষকে সে খুন করে না।

একদিন টার্গেটকে খুন করার জন্য ধরে নিয়ে যায় সজল। তাকে খুন করবে, ঠিক সেই মুহূর্তে জানতে পারে এক অজানা কাহিনী। মেম্বার শামীমা নাজনীনের ভাই তার বোনকে ধর্ষণ করে।

বোনের প্রতিশোধ নিতেই সে ঐ ধর্ষককে হত্যা করে। শুরু হয় নাটকীয়তা! এভাবেই নানা সাসপেন্স নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

এমআই/এলএ/এমপি 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।