বানভাসিদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাবেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৯ জুন ২০২২
ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাদ্য সামগ্রী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন।

ডিপজল তার ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না, তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। দু-একদিনের মধ্যে ১০ ট্রাক খাবার পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

প্রসঙ্গত, এর আগে অনেক তারকাই বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেকে অর্থ দিয়ে, মানবিক বার্তা দিয়ে তাদের নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের প্রতি মানবিকতা প্রকাশ করছেন।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।