পেঁয়াজভর্তি ট্রাক থেকে ফেনসিডিলসহ গ্রেফতার দুই


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

জয়পুরহাট শহরের বাজলা স্কুল এলাকা থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক থেকে ৩৬০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ট্রাকচালক রায়হান আলী (২৭) ও জয়পুরহাট শহরের আরাম নগর এলাকার নূরুল ইসলামের ছেলে ট্রাক হেলপার তপু রায়হান (২১)।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, পেঁয়াজভর্তি ট্রাকটি হিলি থেকে সিলেট যাচ্ছিলো। ট্রাকে ফেনসিডিল বহন করা হচ্ছিলো, এমন গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের একটি দল ট্রাকটির গতিরোধ করে।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। ফেনসিডিলগুলোর প্রকৃত মালিকের তথ্য নিতে পুলিশ আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।