পার্বতীপুর-রংপুর রুটে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

দিনাজপুরের পার্বতীপুর-রংপুর রুটে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে রোববার রাত ৩টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের সুন্দরীপাড়া রেলগেটে পাথর বোঝাই ট্রাক ভেঙে পড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, পঞ্চগড় থেকে নুড়ি পাথর নিয়ে একটি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো- ট- ১৮- ২৪০২) ঢাকা যাচ্ছিল। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের সুন্দরীপাড়া রেলগেটে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির পেছনের অংশ ভেঙে পার্বতীপুর-রংপুর রেল লাইনের ওপর পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একারণে আন্তঃনগর দোলনচাঁপা, কমিউটার, ডেমুসহ পার্বতীপুর-বুড়িমারী, লালমনিরহাট ও সান্তাহারগামী ৫টি ট্রেন আটকা পড়ে। পরে দুপুর ১২ টার দিকে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।