কোক স্টুডিও কনসার্টে ১ মিনিট নীরবতা
সীতাকুণ্ড ট্র্যাজেডিতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে কোক স্টুডিও বাংলা কনসার্টে।
কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম মঞ্চে উঠে বলেন- ‘বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। আমরা সবাই আনন্দ করবো। তার আগে আমরা সীতাকুণ্ড ট্র্যাজেডিতে যারা মারা গিয়েছে তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করবো।’
বৃষ্টিতে অনিশ্চিত হয়ে পড়েছিল ফিফা বিশ্বকাপ ট্রফি উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের কনসার্ট। আবহাওয়া খারাপের দিকে যাওয়ায় বিকেলে অনির্দিষ্ট সময়ের জন্য কনসার্ট স্থগিত ঘোষণা করেছিলেন আয়োজকরা।
সন্ধ্যার পর মাঠ পরিদর্শন করে এবং বাতাসে ক্ষতিগ্রস্ত মঞ্চ ঠিকঠাক করে শেষ পর্যন্ত আর বৃষ্টি না হওয়ায় রাত সোয়া ৮টার দিকে কনসার্ট শুরু হয়।
কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীর। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
এমআই/এলএ/এমএস/এমকেআর