যেসব হলে মুক্তি পেয়েছে 'আগামীকাল'

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ জুন ২০২২

ঈদে খানিকটা চাঙ্গা হয়েছে সিনেমার বাজার৷ শাকিব-সিয়ামের হাত ধরে দর্শক সমাগম বেড়েছে। হল মালিকরাও সিনেমা নিয়ে আগ্রহী হয়েছেন।

এ সপ্তাহে মুক্তি 'ভাইয়ারে' ও 'আগামীকাল' নামে দুটি ছবি। তারমধ্যে অঞ্জন আইচ পরিচালিত 'আগামীকাল' সিনেমাটি আজ ৩ জুন থেকে চলছে ৩০টি হলে।

এ সিনেমায় শাফায়েত চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন, জাকিয়া বারী মম করছেন রুপা চরিত্র এবং সূচনা আজাদ আছেন অবন্তি চরিত্রে।

পরিচালক অঞ্জন বলেন, ‘ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম বা ট্রায়াঙ্গেল লাভ হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।’

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র জানিয়েছে প্রথম সপ্তাহে ৩০টি হলে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’।

যেসব হলে দেখা যাবে 'আগামীকাল'
স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর-১, ব্লক বাষ্টার সিনেমাস- যমুনা ফিউটার পার্ক, সিলভার গ্রীন- চট্টগ্রাম, স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা শপিংমল, তামান্না- সৈয়দপুর, স্টার সিনেপ্লেক্স-সীমান্ত সম্ভার, সংগীতা- খুলনা, পূরবী- ময়মনসিংহ, নন্দিতা- সিলেট, সুগন্ধা-চট্টগ্রাম, বনলতা- ফরিদপুর, থিলন- মাদারীপুর, নিউ মেট্রো-নারায়ণগঞ্জ, পূব্বাশা- শান্তাহার, রাজিয়া- নাগরপুর, অভিরুচি- বরিশাল, চাঁদমহল- কাঁচপুর, চিত্রামহল- ঢাকা, বর্ষা- জয়দেবপুর, সংগীত- ঢাকা, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ, সিনেস্কোপ- নারায়ণগঞ্জ, রুট্স সিনে ক্লাব- সিরাজগঞ্জ, মধুমিতা-ঢাকা, শ্যামলী- ঢাকা, আনন্দ- ঢাকা, মনিহার- যশোর, মধুবন-বগুড়া, শাপলা- রংপুর, মডার্ন- দিনাজপুর হল।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।