এমপি শরীফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কছে চিঠি
ময়মনসিংহ-২ আসনের সরকার দলীয় এমপি শরীফ আহমেদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ চিঠি পাঠানো হয়েছে । নির্বাচন কমিশনের সহ কারি সচিব রাজিব আহসান এ তথ্য জানান।
চিঠিতে বলা হয়, ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালকে হয়রানি করে ময়মনসিংহ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ শরীফ আহমেদ। তিনি ভোটের ফলাফল পরিবর্তন করতে চেষ্টা করেন । পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে রিটার্নিং কর্মকর্তাকে হুমকির ও লাঞ্চিতও করেছেন তিনি।
সামনে ইউপি নির্বাচন এ এমপির বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে ইসির ভাবমূর্তি ক্ষুন্ন হবে । তাই প্রধানমন্ত্রী ও স্পিকার এ বিষয়ে ব্যাবস্থা নিবেন। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত আমিনুল হক চার হাজার ৮৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
নিকটতম আওয়ামী লীগের শশধর সেন পান ৩ হাজার ৮৯২ ভোট। ওই রাতে রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল নির্বাচনের ফল ঘোষণা করেন।
এইচএস/এএইচ/এমএস