স্করপিয়ন্সের সঙ্গে নিউ ইয়ার্ক মাতালো চিরকুট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৭ মে ২০২২

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়ার্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গাইল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ৫০ বছর আগে একাত্তরে একই ভেন্যুতে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য কনসার্টের আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন।

সেখানে বিটলসের পাশাপাশি সেতার পরিবেশন করেছিলেন পণ্ডিত রবীশংকর। আরও ছিলেন বব ডিলান।

ম্যাডিসন স্কয়ারে পারফর্ম শেষে শনিবার বেলা ১১টার পর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘ইতিহাস পুনর্নির্মাণ। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে এইমাত্র বিশ্বের সবচেয়ে অন্যতম বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গাইলাম আমরা। এর মাধ্যমে আমাদের দেশকে গর্বিত করার চেষ্টা করেছি।’

‘স্কর্পিয়ানস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের দর্শকরা যারা আমাদের গান শুনেছে তারা বলেছেন ‘তোমাদের গায়কি প্রাণবন্ত এবং দুর্দান্ত’- যোগ করেন সুমি।

এই কনসার্টের উদ্দেশে ৪ মে রাতে ঢাকা ছাড়ে চিরকুট। এটির আয়োজক বাংলাদেশের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি ও ইউএনডিপি।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।