চীনে ২৫ বছরে সবচেয়ে কম প্রবৃদ্ধি
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে ২০১৫ সালে। গত বছর দেশটিতে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর এ হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই যদিও এ হার ধারণা করা হচ্ছিল তারপরও এশিয়ার পুঁজি বাজারে তা খুব একটা প্রভাব ফেলেনি। তবে এই ধীরগতি দেশের অর্থনীতির উন্নয়নে আরো সহায়তামূলক কর্মসূচি নেয়ার জন্য বেইজিং এর ওপর চাপ তৈরি করছে।
চীনের অর্থনীতির ওঠা নামা সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলে। তবে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলছেন, অর্থনীতির এ হার গ্রহণ করা যেতে পারে, যতক্ষণ দেশে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে। তবে অনেকের ধারণা, সরকারি তথ্যের তুলনায় চীনের সত্যিকারের প্রবৃদ্ধি আরো কম।
এসআইএস/আরআইপি