রাশিফল : ১৯ জানুয়ারি ২০১৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাত্ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার, আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে সাজসাজ রব রব করবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যত্পরনাস্তি ক্ষতি সাধিত হবে।
মিথুন (২১ মে-২০ জুন)
বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহনসহ সব প্রকার দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়বেন। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে থাকবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্কলোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভফল প্রদান করবে তথা রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভ্রাতা-ভগ্নি আত্মীয় পরিজন ও জীবনসাথীর সঙ্গের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় আপনার জীবনে এক নতুন অধ্যায় রচিত হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম ফুলে ফেঁপে উঠবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। অবশ্য লৌকিকতায় ব্যয় কম হবে বলে মনে হয় না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধন উপার্জনের সব রাস্তা খুলে যাবে। চতুর্দিক থেকে সফলতার প্রাপ্তি ঘটায় মনে আনন্দের পসরা সাজ। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের আচরণে মনকষ্ট বাড়বে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেত্ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কর্মপ্রাপ্তির আশায় করা বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়বে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
রাগ জেদ অহঙ্কার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। পিতামাতার স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে।
আরএস/পিআর