ইফতার পার্টির টাকায় সদস্যদের পাশে শিল্পী সংঘ
রমজান মাসজুড়ে শোবিজের নানা সংগঠনের পক্ষ থেকে সদস্যদের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়। তবে ব্যতিক্রম পথে হাঁটছে অভিনয় শিল্পী সংঘ। ইফতার পার্টির জন্য বরাদ্দ অর্থ দিয়ে আর্থিক সংকটে থাকা সদস্যদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
এমন তথ্যই জানালেন এর সভাপতি আহসান হাবীব নাসিম।
তিনি বলেন, 'শিল্পীদের মধ্যে অনেকেই আছেন অর্থনৈতিকভাবে টানাটানির মধ্যে থাকেন। অনেকেই আছেন কাজ নেই, কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ। কাউকে বছর ধরে নিয়মিত চিকিৎসা নিতে হয়। ঈদ সামনে রেখে এসব অভিনয়শিল্পীদের খরচ আরও বাড়ে। ইফতার পাটির অর্থ দিয়ে এসব অর্থনৈতিক সংকটে থাকা শিল্পীদের পাশে দাঁড়াতে চাই আমরা।'
নতুন আঙ্গিকে শিল্পী সমিতিকে ঢেলে সাজাতে চাইছেন সংগঠনটির সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান পরিষদ। ঈদের পর তারা সব সদস্যদের নিয়ে গেটটুগেদার করতে যাচ্ছেন। তাই আপাতত ইফতার পার্টির অর্থ দিয়ে আর্থিক অবস্থা ভালো নয়, টানাটানির মধ্য থাকেন, এমন অনেককে সহায়তা করা হচ্ছে।
নাসিম জানান, 'ইতিমধ্যে আমরা ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া আমাদের একজন অভিনয়শিল্পীর অকালপ্রয়াণে আমরা মর্মাহত। আমরা তার সন্তানদের লেখাপড়া ও ঈদ খরচ বাবদ অর্থসহায়তা দিয়েছি।’
শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান গণমাধ্যমে বলেন, 'আমাদের ২০ জনের মতো শিল্পী আছেন, যাদের হার্ট সার্জারি, অপারেশন, রোগ নির্ণয়সহ নানা সমস্যায় নিয়মিত চিকিৎসা নিতে হয়। এ জন্য আমরা ইউনিভার্সাল ও ল্যাব এইড হাসপাতালসহ কিছু হাসপাতালে কথা বলে সহায়তা চালিয়ে যাচ্ছি। এমনকি আমাদের জানার বাইরে যেসব শিল্পী অর্থনৈতিক সংকটে আছেন, তারা আমাদের জানালেই পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের এই সহায়তা চলমান থাকবে।'
পাশাপাশি প্রতি মাসে শিল্পী সংঘের অফিসে সকল সদস্যদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলমান থাকবে বলেও জানান তারা।
সেইসঙ্গে সভাপতি নাসিম দিলেন নতুন খবর। শিল্পী সংঘের লোগো পরিবর্তন করা হচ্ছে। নতুন লোগোটির ডিজাইন করছেন অভিনেতা আফজাল হোসেন।
এমআই/এলএ/এএসএম