অন্তর শোবিজের ড্রোন শোতে বাংলাদেশের ৫০ বছর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০২২

দেশের প্রথম এ শীর্ষস্থানীয় পেশাজীবি ইভেন্ট অর্গানাইজয়িং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। দেশে এবং বিদেশে প্রায় ৫ শতাধিক সাংস্কৃতিক ইভেন্ট এবং দেশ-বিদেশের ৩ শতাধিক সন্মাননা অর্জনের মাধ্যমে অতিক্রম পূরণ করতে যাচ্ছে প্রতিষ্ঠার ৩০ বছর।

বিগত এই তিন দশকে ৩০টিরও বেশি চমকপূর্ণ ইভেন্ট ব্যাপক সাফল্য এবং সুনামের সঙ্গে সম্পন্ন করেছে অন্তর শোবিজ। স্বাভাবিকভাবেই এই কৃতিত্ব অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর। বাংলাদেশে বাজার এবং সুযোগ বুঝে অনেকেই বিদেশি শিল্পী এনে একটা-দুইটা ইভেন্ট করে থাকে বিভিন্ন পেশার মানুষ। কিন্তু ইভেন্টকেই নেশা এবং পেশা হিসেবে নিয়ে নানা প্রতিকুল অবস্থার মধ্য্ওে শুধুমাত্র ইভেন্ট নিয়েই টানা কাজের ধারাবহিকতা বজায় রাখতে সফল হয়েছে কেবল অন্তর শোবিজ’ই।

গত ৩১ মার্চ হাতিরঝিলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য সমাপনির পুরো অনুষ্ঠাটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল অন্তর শোবিজ। এবারই বাংলাদেশে প্রথমবার কোন ‘ড্রোন শো’ আয়োজন করা হয়। রাতের আকাশে ড্রোনের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, বর্তমান সরকারের পদ্মসেতু, মেট্রোরেলসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ ড্রোন শোতে দেখানো হয় বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস। পরে টানা ৩০ মিনিট আতশবাজির বর্ণিল খেলা দর্শকদের ব্যাপক মুগ্ধ করে।

এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল স্বাধীনতা উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ইভেন্টের মাধ্যমে অন্তর শোবিজ আবারও তার স্বকীয়তা প্রমাণ করলো। এদিন ড্রোন শো’এর পর মঞ্চে ওঠেন দেশের স্বনামখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, শাহিন সামাদ, শুভ্রদেব, কোনাল, লিজাসহ আরো অনেকেই।

স্বপন চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই অন্তর শোবিজ নতুন এবং ভিন্ন কিছু আয়োজনের চেষ্টা করে আসছে। ব্যক্তি উদ্যোগের বাইরে সরকারি এবং বেসরকারি ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রেও এগিয়ে অন্তর শোবিজ। ২০২০ মুজিববর্ষের ফাইনাল কাউন্ট ডাউন উদ্ধোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব্ও পেয়েছিল অন্তর শোবিজ। হাতিরঝিল সড়ক উদ্ধোধনী অনুষ্ঠানট্ওি ব্যবস্থাপনায় ছিল অন্তর শোবিজ। এর আগে ঢাকায় ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক ইন্টালিজেন্স চিফ কনফারেন্স-এপিআইসিসি’র আয়োজন করে অন্তর শোবিজ। এই কনফারেন্সে বিশ্বের ১৫০ গোয়েন্দা প্রধান উপস্থিত ছিলেন। যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যখন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণের স্বীকৃতি লাভ করে সেই সফলতা অর্জন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে অন্তর শোবিজ আয়োজন করে এক বর্ণাঢ্য ইভেন্ট। ২০১০ সালে অন্তর শোবিজ ঢাকায় আয়োজন করে বিশ্ব সংগীত উৎসব। যেখানে ১৫০ দেশের শিল্পীরা বাংলা গান গেয়ে চমকে দিয়েছিলেন ঢাকার দর্শকদের। ওই অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরই বলিউড কিং খান শাহরুখ খানকে ঢাকায় এনে বাংলাদেশকে চমকে দেন স্বপন চৌধুরী। শাহরুখ খানের সাথে সেসময় ঢাকা আসেন বলিউড নায়িকা রানি মুখার্জি, অর্জুন রামপালসহ আরো অনেকেই।

২০০৩ সালে উপমহাদেশের বিখ্যাত সংগীত তারকা আদনান সামির ঢাকা কনসার্ট অন্তর শোবিজের সুনাম ছড়িয়ে দেয় দেশে এবং বিদেশে। এর আগে এবং পরে অন্তর শোবিজ পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডর জুনুনকে নিয়ে ঢাকা চট্রগামে আয়োজন করেন ১২টি কনসার্ট। বিশ্বের সেরা সুন্দরী প্রতিযোগিতার মাদার কোম্পানী থেকে ফ্রাঞ্চাইজ নিয়ে বাংলাদেশে প্রথমবার অন্তর রেশাবিজ আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কনটেস্ট।

২০০১ থেকে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফোবানা সন্মেলন উদযাপনেও অন্তর শোবিজ ভূমিকা রেখে আসছে। ২০২১ সালে আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিত ফোবানা সন্মেলনে স্বপন চৌধুরী দেশ-বিদেশে অনেক শিল্পী নিয়ে যোগ দেন। এছাড়া কানাডা, মধ্যপ্রাচ্যসহ টানা ৩০ বছরে দেশে এবং বিদেশে প্রায় ৫০০ কনসার্ট করে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। এরমধ্যে চায়না এ্যাক্রোবেট শো’ও ছিল আরেকটি আলোচিত ইভেন্ট। স্বপন চৌধুরী বলেন, ইভেন্টা ম্যানেজমেন্টকে আমি শিল্প হিসেবে দাঁড় করিয়েছি। তবে এই সাফল্যের বড় অংশীদার অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট নাসরিন চৌধুরী।

ইভেন্ট অর্গানাইজিংকে রাষ্ট্রীয় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে স্বপন চৌধুরী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’এর স্টানডিং কমিটির চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন চৌধুরীর নতুন স্বপ্ন শিল্পাঙ্গণ সংশ্লিষ্টদের জন্য ঢাকার অদূরে তিনি একটি এম্যুউজমেন্ট পার্ক গড়ে তোলা। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বছরজুড়ে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।