মুক্তিযোদ্ধা চরিত্রে ঈশানা


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৪ নভেম্বর ২০১৪

অভিনেত্রী-মডেল ঈশানাকে এবার মুক্তিযুদ্ধের টেলিফিল্মে দেখা যাবে। এ টেলিফিল্মে তিনি সেক্টর কন্ডারের চাচাতো বোন। যুদ্ধচলাকালীন তিনি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু হঠাৎ আক্রমণ করে হানাদার বাহিনী।

যুদ্ধের ভয়াবহতা তাকেও কষ্ট দেয়। নিজেকে আর স্থির রাখতে পারেননি। হাতে তুলে নেন অস্ত্র। কিন্তু এই যুদ্ধের মাঝে মনে বাসা বাঁধে ভালোবাসা। তিনি ভালোবেসে ফেলেন অন্য এক মুক্তিযুদ্ধাকে। যুদ্ধের একপর্যায়ে ইশানা হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। তাকে নিয়ে যাওয়া হয় হানাদার ক্যাম্পে। পাশবিক নির্যাতন করা হয় তার ওপর।

সম্প্রতি এ ধরনের একটি টেলিফিল্মে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। প্রতিদান নামের এ টেলিফিল্মটি রচনা করেছেন মো. আসাদুল্লাহ এবং পরিচালনা করেছেন দীন মোহাম্মাদ মন্টু। এ টেলিফিল্ম প্রসঙ্গে ঈশানা বলেন, মুক্তিযুদ্ধের টেলিফিল্মে অভিনয় করতে পেরে ভালো লাগছে। যুদ্ধটা যে কতটা কঠিন ছিল তা বুঝতে পেরেছি। আশা করি, টেলিফিল্মটি দর্শকরা উপভোগ করবেন। টেলিফিল্মে আরও অভিনয় করেছেন- নাঈম, সাঈদ বাবুসহ অনেকে। টেলিফিল্মটি বিজয়ের মাসে প্রচার হবে বলে নির্মাতা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।