‌‌‘ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আমাদের মা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন।

এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।

বিজ্ঞাপন

এই আনন্দে ভাসছেন শিল্পীরা। বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতিতে ইফতার করতে আসেন প্রায় ৬০-৭০ জন শিল্পী। এসময় তারা সদস্যপদ ফিরে পাওয়ার সুখবর পান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাল পাটোয়ারী বলেন, ‘এই আনন্দের আসলে সীমা নাই৷ অনেক অপমান করে আমাদের বাদ দেয়া হয়েছিল। যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদের বিচার আল্লাহ করবেন। ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ আমাদের বর্তমান কমিটির শ্রদ্ধেয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদস্যপদ ফিরে পাওয়ার আনন্দে উল্লাস করছেন শাবনূর রতন। তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্য ছিলাম দীর্ঘদিন। অকারণে আমাদের বাদ দেওয়া হয়েছিল। আমরা এতিম হয়ে গিয়েছিলাম। নিপুণ আপার জন্য তা ফিরে পেয়েছি। ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা।’

নিপুণ বলেন, ‘আদালতের নির্দেশেই আমরা সবার সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি। এজন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।’

এছাড়াও অনেক শিল্পী আনন্দ করছেন শিল্পী সমিতির সামনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আজ কমিটির কার্যকরী সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। তাকে অভিনন্দন জানিয়েছেন শিল্পীরা।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।