আবারও সিনেমা পরিচালনায় রোজিনা, ঈদের পর ঘোষণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২

ঢাকাই চলচ্চিত্রের সত্তর-আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সম্প্রতি সিনেমা নির্মাণে নাম লিখিয়েছেন তিনি। শেষ হয়েছে তার সিনেমা ‘ফিরে দেখা’র কাজ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

এবার তিনি দিলেন নতুন ঘোষণা। আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোজিনা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি ঈদের পর। তার কিছুদিন পরেই সিনেমাটির শুটিংও শুরু হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন রোজিনা।

সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে। যেটি গত ১ মার্চ উন্মুক্ত হয়েছে সবার জন্য।

এমআই/এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।