দীর্ঘ বিরতির পর দর্শকের সামনে পপি
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গার্মেন্টস কন্যা’। ছবিটি হিট হয়েছিল। ছবির নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন পপি। সঙ্গে নায়ক ছিলেন ইমন। এরপর পপি অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। যদিও মুক্তির জন্য প্রস্তুত রয়েছে বেশ কিছু ছবি।
দীর্ঘ বিরতির পর পপি শুক্রবার দর্শকদের সামনে আসছেন তার অভিনীত ‘চার অক্ষরের ভালবাসা’ নিয়ে। নতুন পরিচালক জাকির খান পরিচালিত এ ছবিতে পপির নায়ক ফেরদৌস ও নিরব। পরিচ্ছন্ন প্রেমের একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন পপি। বললেন, দীর্ঘদিন পর দর্শকদের সামনে একটা ভাল ছবি নিয়ে আসছি এটাই আমার সবচেয়ে আনন্দের। পপি বলেন, শুরু থেকেই আমি ভাল ছবি ও সুন্দর চরিত্রকে গুরুত্ব দিয়েছি। মন-প্রাণ উজাড় করে অভিনয় করেছি। ফলে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।
পপি বলেন, ‘চার অক্ষরের ভালবাসা’ নামটি যেমন সুন্দর, তেমনি ছবিটিও সুন্দর। গল্প, গান, নির্মাণশৈলী সব মিলিয়েই নিঃসন্দেহে দর্শকদের ভাল লাগার মতো একটি ছবি। এ ছবিতে অভিনয় করে বেশ মজা পেয়েছি। আমার বিশ্বাস দর্শকরাও ছবিটি দেখে মজা পাবে। দীর্ঘদিন পর ছবি মুক্তি প্রসঙ্গে পপি বলেন, আমাদের শিল্পীদের দায়িত্ব হচ্ছে ছবির কাজ শেষ করে দেয়া। মুক্তিটা নির্ভর করে প্রযোজক পরিবেশকের ওপর। আমার অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড় লোক’, ‘আদরের ভাই’ ছবির কাজ শেষ। ‘বিয়ে হলো বাসর হলো না’র কাজও শেষ পর্যায়ে। সেন্সর বোর্ডে রয়েছে ‘দি ডিরেক্টর’। শেষ হবে ‘বৃষ্টির চোখে আগুন’। শুরু হবে ‘দেহ’।
ছবির তালিকা তো দীর্ঘ। এখন মুক্তি পেতে বিলম্ব হলে একজন শিল্পী হিসেবে আমার কি করার আছে অপেক্ষা ছাড়া। পপি বলেন, বর্তমানে ডিজিটাল ছবির নামে যা হচ্ছে তা দর্শকদের সঙ্গে একরকম প্রতারণা। পরিপূর্ণ ডিজিটাল ফরমেটে সবাই ছবি বানাচ্ছেন না। এ জাতীয় ছবিতে অভিনয়ের অফার প্রতিদিনই আসে। প্রযোজক পরিচালক এসেই বলেন, ডিজিটাল ছবি, রেড ক্যামেরায় শুটিং করবো ইত্যাদি ইত্যাদি। তারপর আবার গল্প থাকে না, চরিত্রে থাকে না নতুনত্ব। এসব দেখে-শুনে হিসাব কষে ছবিগুলোর অফার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে ভাল গল্পের ছবি হলে আমি গুরুত্বের সঙ্গে প্রাধান্য দেই।
পপি বলেন, ক্যারিয়ারের লম্বা সময় পার করে ফেললাম সবার সহযোগিতা আর ভালবাসায়। অভিনেত্রী হিসেবে সম্মানজনক একটা অবস্থান আমার আছে। এখন যেনতেন ছবি করে এ অবস্থানটা নষ্ট করতে চাই না বলেই চুপচাপ রয়েছি। এতে অনেকের কাছেই আমার ব্যস্ততা কম বলে মনে হলেও আমি কিন্তু নিজেকে নিয়ে সন্তুষ্ট। পপি বলেন, যেটুকু কাজ করছি, ভাল ভাল কাজ করছি। যতদিন কাজ করবো ভাল ভাল ছবিতেই কাজ করবো। কারণ, আমি আমার দর্শক, ভক্তদের সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমার বিশ্বাস, ‘চার অক্ষরের ভালবাসা’ দেখে আমার ভক্তরা প্রতারিত হবেন না।