উচ্ছ্বসিত আঁচল


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৪

সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ইমন-আঁচল জুটির চলচ্চিত্র ‘স্বপ্ন যে তুই’। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নায়িকা আঁচল। ইতোমধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে উপভোগ করেছেন নিজের অভিনয়।

দর্শকসারিতে বসে ‘স্বপ্ন যে তুই’ দেখা প্রসঙ্গে আঁচল বলেন, ছবিটির প্রথম প্রদর্শনী দেখেছি সিরাজগঞ্জের একটি সিনেমা হলে বসে। এরপর ঢাকার সনি, মধুমিতা সিনেমা হলে গিয়েও দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখেছি। প্রতিটা হলেই মানুষের উপচেপড়া ভিড় দেখে দারুণ আপ্লুত আমি। অনেকেই ছবিটির প্রশংসা করেছেন।

আঁচল আরও বলেন, ছবিটি নিয়ে দর্শক সাড়া পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সামনের দিনে ভাল অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালবাসার জবাব দিতে চাই।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে আঁচল বলেন, আপাতত এই সপ্তাহে বিশ্রামেই থাকব। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবারও শুটিং নিয়ে ব্যস্ত হতে হবে। আগামী মাসে ‘রাজা বাবু’ চলচ্চিত্রের শুটিং হওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।