রওনক-স্বাগতার টেলিছবি ‘কর্মকারের প্রেম’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ৩০ মার্চ ২০২২

কনক কর্মকার রুপার একটি নূপুর বানাচ্ছে। ঠিক তার আগেই দোকানের মালিক হরিনাথ কর্মকার ভূড়ি বের করে গদিতে বসে আছে। দোকানের সামনে দিয়ে কলেজ পড়ুয়া সুস্মিতার যাওয়া-আসায় প্রেমে পড়ে কনকের। চোখের দেখা থেকে ভালো লাগা এরপর ভালোবাসা হয়।

কনক নিচু বংশের ছেলে ও সামান্য কর্মকার হওয়ার কারণে সুস্মিতার পরিবার মেনে নিতে পারে না। সুস্মিতা অগোচরে কনককে বালা চোরের অভিযোগে চোর হিসেবে অভিযুক্ত করে। গ্রামবাসী কনককে মারধর করে। চুরির অভিযোগে জুতার মালা দিয়ে মহল্লায় ঘোরায়।

সুস্মিতা বিশ্বাস করে না কনক চোর। দৌড়ে এসে কনকের পকেটে হাত দিয়ে দেখে সত্যিই তার ভাবির বালা। সুস্মিতা থাপ্পর মেরে নিজের বাসায় গিয়ে কাঁদে। কনক এলাকা ছাড়া হয়। সুস্মিতার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে।

এক রাতে সুস্মিতা ভাই-ভাবির ষড়যন্ত্রের কথা শুনে চিৎকার করে। এভাবেই এগিয়ে যায় গল্প। টেলিছবিটির শ্যুটিং হয়েছে মানিকগঞ্জ ও সাভারের লোকেশনে।

ইমপ্রেস পরিবেশিত টেলিছবি ‘কর্মকারের প্রেম’ লিখেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন আদিত্য জনি। চিত্রগ্রাহণে ছিলেন শাখাওয়াত শাকিব।

টেলিছবিতে কনক চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সুস্মিতা চরিত্রে স্বাগতা অভিনয় করেছেন। এ ছাড়াও অভিনয় করেছেন মুকুল সিরাজী, শিমু, আমানুল হক হেলাল, তাসনিভা প্রভা, রাসেল ও নূর প্রমুখ।

আজ (৩০ মার্চ) দুপুর ৩টা ৫ মিনিটে টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার করা হবে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।