টেলিপ্যাবের নতুন সভাপতি মনোয়ার পাঠান, সম্পাদক সাজু মুনতাসির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ এএম, ২১ মার্চ ২০২২
টেলিপ্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে টেলিপ্যাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিপ্যাবের ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হয়। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে। ২৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩২ জন। প্রায় ২৭ ঘণ্টার গণনা শেষে জানা গেল মনোয়ার পাঠান সভাপতি ও সাজু মুনতাসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তারা দুজন হারিয়েছেন সভাপতি পদে রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন দোদুলকে।

বাকি পদে কারা নির্বাচিত হয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত হওয়া গেছে মনোয়ার পাঠান ও সাজ্য মুনতাসীরের সমমনা প্যানেল থেকে ২৭ জনের মধ্যে ২২ জন জয়ী হয়েছেন।

এলএ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।