সাব রেজিস্ট্রার পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ জানুয়ারি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

সাব রেজিস্ট্রার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধী যারা আবেদন করেছন তাদের ১৮ তারিখের মধ্যে শ্রুতি লেখকের জন্য আবেদন করতে হবে। বুধবার বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন জানান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন  নিবন্ধন পরিদফতরের সাব রেজিস্ট্রার পদে নিযোগের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একশত নম্বরের এক ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের ওই দিন সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার আসনসহ সকল বিষয় পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিনি আরো জানান, আবেদনকারী প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অর্ডিন্যান্স এর ২৫ ধারা অনুযায়ী ১৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।