২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এক কাপ চা


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৩ নভেম্বর ২০১৪

২৮ নভেম্বরে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত সিনেমা এক কাপ চা। যদিও এই মাসের ১৪ তারিখে মুক্তি দেওয়ার কথা ছিল এ চলচ্চিত্রটি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা, হুমায়ূন ফরিদী সহ আরও অনেকে।

কলেজের এক অধ্যাপক ও লাইব্রেরিয়ানের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠেছে এ সিনেমার গল্প। ফেরদৌসকে ইংরেজির প্রভাষক এবং মৌসুমীকে গ্রন্থাগারিক হিসেবে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রও লাভ করেছে। মুক্তির দিনকে  সামনে রেখে প্রচারণার কাজ শুরু করবেন এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি  সিনেমাতে অভিনয় করে তারকা খ্যাতি পান ফেরদৌস। তার প্রথম প্রযোজিত এ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য করেছেন বাসু চ্যাটার্জি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।