নবাগতদের নতুন প্ল্যাটফর্ম ‘প্রাণ আপ মিউজিক শাটল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৪ মার্চ ২০২২

‘প্রাণ আপ মিউজিক শাটল’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম থেকে তরুণ প্রতিভাবান গায়ক-গায়িকার গান প্রকাশ করা হবে। ভিন্নধারার এই রিয়েলিটি শো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়েই শুরু করছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেকের সুর ও সঙ্গীত পরিচালনায় প্রকাশ হবে বিজয়ীদের মিউজিক অ্যালবাম। ডিজিটাল প্ল্যাটফর্মে আহ্বান করা এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করবেন দেশের তিন গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।

এক মাস ধরে প্রাণ আপ-এর অফিসিয়াল ফেসবুক পেজ এই প্রথম ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। প্রাথমিক বাছাই শেষে ১৩০ জন গায়ক-গায়িকা স্থান করে নিয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ করা হবে তানভীর তারেকের সুর ও সঙ্গীতে। সেখান থেকেই শীর্ষ পাঁচজনের ঈদে মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে প্রাণ আপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

পুরো আয়োজন প্রসঙ্গে এর কো-অর্ডিনেটর ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের শাটল এর অফারটা আমার কাছে দারুণ মনে হলো। অবাক করার মতো বিষয় হলো, মাত্র এক মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে, যা মুগ্ধ করেছে। বিচারকদেরও প্রায় হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে দেশের বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ নবাগতদের গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় নিজেদের রায় দেবেন। পুরো বিষয়টি চূড়ান্ত হলেই আমরা সেরা ১০ জনের নতুন অডিও গান রিলিজ দেব। এর মধ্যে থেকে সেরা পাঁচজনের মিউজিক ভিডিও মুক্তি পাবে। যেখানে দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরা অংশ নেবেন। একজন মেধাবী গায়ককে তার উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’

ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা এ বছর থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতি বছর ভালো কিছু গায়ক গায়িকাকে আমরা উপহার দিতে পারবো আশা করছি।’

দেশবরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারাদিন অগণিত তরুণের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভ কামনা।’

কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে পড়াই। তাই নতুনদের একটি ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করি সবসময়।অংশগ্রহণকারীদের অনেককেই সম্ভাবনাময় মনে হয়েছে। আমি মনে করি এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’

তানজির তুহিন বলেন, ‘তানভীর ভাই যখন বললেন পুরো আইডিয়াটি। আমার কাছে দারুণ লাগলো। এর সাথে কুমার বিশ্বজিৎ দাদা রয়েছেন। আমি বরাবরই তরুণদের পক্ষে। আমাদের আভাস এর একটি গানও করেছি তরুণদের পাঠানো লিরিক দিয়ে। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকেই নিজেদের মেধার বিকাশটা করতে পারবে।’

পুরো আয়োজনটি শেষ হলে আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা। ঈদ উপলক্ষে গানগুলো রিলিজ দেওয়া হবে বলে তিনি জানান।

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।