চট্টগ্রামে বইমেলা শুরু বুধবার


প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে সপ্তাহব্যাপি বইমেলা শুরু হচ্ছে বুধবার থেকে। এমএ আজিম স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বই মেলা।

মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বইমেলা উদ্বোধন করবেন। এবারের বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

তিনি আরো জানান, মেলায় পাঁচটি সরকারি স্টলসহ মোট ৪৫টি স্টল থাকবে। এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রাসক মেজবাহ উদ্দিন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (উপ-সচিব) মো. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল, এনডিসি মো. লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর প্রমুখ।

জীবন মুছা/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।