জিম্বাবুয়ে ক্রিকেট দল খুলনায়


প্রকাশিত: ০২:২১ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুলনা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার বিকালে ঢাকা আসার পর আজ (মঙ্গলবার) বিকেলে বিমানে করে প্রথমে যশোর পৌঁছান জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এরপর সেখান থেকে বাস যোগে বিকেল ৫টায় খুলনায় পৌঁছায় তারা।

এদিন কড়া পুলিশী নিরাপত্তায় সিটি ইন হোটেলে প্রবেশ করে এল্টন চিগুম্বুরার দল। এ সময় স্থানীয় ক্রিকেট কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বাংলাদেশ দলের মতো জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও স্বাগত জানাতে হোটেল সিটি ইনের সামনে ভীড় করে ক্রিকেটপ্রেমীরা। একে একে ক্রিকেটাররা নামলে উপস্থিত ক্রীড়ামোদীনা তাদেরকে হাততালি ও উল্লাস ধ্বনিতে শুভেচ্ছা জানান।

Zimbabwe-in-Khulna
সকালেই খুলনায় আসার কথা ছিলো দলটির। তবে দুপুরের ফ্লাইটে আসে তারা। ফলে শেখ আবু নাসের স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন সূচিটি বাতিল হয় তাদের। আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ১০টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলনে নামবে তারা।

এর আগে শুক্রবার খুলনা এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আগামি ১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একই মাঠে আগামি ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৩টি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা ৩টায়।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।