পিকেতে খোলামেলা আনুষ্কা
আসছে ডিসেম্বরের ২৫ তারিখ বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে আনুষ্কা শর্মা অভিনীত আলোচিত ছবি ‘পিকে’। এ ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। এরই মধ্যে এ ছবির ট্রেলার ও গান প্রচার শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে। শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এবার ‘পিকে’ বলিউড বক্স অফিসে ব্যবসা সফলতার রেকর্ড করবে বলেও মনে করছেন কেউ কেউ।
এদিকে এ ছবির পোস্টারে খোলামেলা হয়ে পোজ দিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন আমির। এরপর আনুষ্কাও ঘোষণা দিয়েছিলেন আমিরের মতো করেই তাকে খুব শিগগিরই পাওয়া যাবে পোস্টারে। কিন্তু সেখানে খোলামেলা আনুশকাকে নয়, পাওয়া গেছে ট্রানজিস্টার হাতে পুলিশ অফিসার লুকের আনুষ্কাকে। তাই বলে এটা ভাবলেও চলবে না আনুশকা কোন চমক রাখছেন না ছবিতে। পুরো ছবিতে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ‘চার কদম’ শিরোনামে একটি গানে রগরগে আনুষ্কাকে খুঁজে পাওয়া যাবে। এ গানটির কিছু অংশ এখন প্রচার হচ্ছে। তবে পুরো গানটির জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত।
আর আনুষ্কার রগরগে দৃশ্যগুলোও তখনই দর্শকদের সামনে আসবে। এ গানটিতে সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যাবে আনুষ্কাকে। আমির থাকতে সুশান্তের সঙ্গে আনুষ্কার রোমান্টিক গান! অনেকের কাছেই হয়তো বিষয়টি একটু ঘোলাটে মনে হবে। কিন্তু না, পরিচালক চমক রাখছেন এদিকেও। ছবিতে আরও বেশ কিছু চমকই রয়েছে, যেটা কেবল মুক্তির পরই দর্শকরা উপভোগ করতে পারবেন। আগেও আমিরের ছবির চমকগুলো ছবি মুক্তির দিনই পাওয়া গেছে। এবারও হচ্ছে তাই।
তবে সুশান্তের সঙ্গে ‘চার কদম’ গানটির মাধ্যমে আলোচনায় চলে এসেছেন আনুষ্কা। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার কাছে ‘পিকে’ ছবির সবচেয়ে প্রিয় গান হলো ‘চার কদম’। এখানে সুশান্তের সঙ্গে বেশ কিছু রোমান্টিক দৃশ্য করেছি। তবে পুরো গানটিতে হট আনুশকাকে পাওয়া যাবে। আর তার জন্য ছবিটি দেখতে হবে। কারণ, ছবির মধ্যেই কেবল পুরো গানটি দেখা যাবে। তাই অপেক্ষায় থাকুন।