ঐতিহাসিক ৭ মার্চে এলো ‘রেডিও’ সিনেমার পোস্টার, দেখা গেল গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ মার্চ ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে পরিচালক অনন্য মামুন নির্মাণ করেছেন সিনেমা ‘রেডিও’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

গতকাল সোমবার (৭ মার্চ) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) সিনেমাটির দুইটি গান এবং সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়েছে। সেসময় ছবির পরিচালক ও শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, অভিনেত্রী নিপুণ। আরও ছিলেন অভিনেতা নাদের খান, মিম মানতাশাসহ অনেকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অনন্য মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণের গল্পেই সিনেমাটি নির্মিত হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প এগিয়ে যাবে। পদ্মার পাড়ের এক দুর্গম গ্রামে আমরা অনেক কষ্ট করে সিনেমাটির শুটিং করেছি। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ও ‘মনের প্রদীপ’ নামে দুটি গান প্রদর্শিত হয়। শিগগিরই এগুলো দর্শকের জন্যও উন্মুক্ত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘রেডিও’-তে রিয়াজ ও মম ছাড়া আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম, নিরব শিকদার প্রমুখ।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনন জামান। ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন মোহাম্মদ আরিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও হিমাদ্রিতা পর্না।

‘রেডিও’ তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।