সোনাক্ষী সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৬ মার্চ ২০২২
সোনাক্ষী সিনহা/ ছবি- সংগৃহীত

জালিয়াতি মামলায় আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লাখ টাকা নেন সোনাক্ষী। তবে ওই অনুষ্ঠানে যোগ দেননি তিনি। এমনকি বারবার আর্জি জানানোর পরও ওই টাকা ফেরত দেননি সোনাক্ষী। এমন অভিযোগ এনে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক মোরাদাবাদের কাটঘরের বাসিন্দা প্রমোদ শর্মা।

প্রমোদ শর্মার দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘লুটেরা’, ‘দাবাং’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি সোনাক্ষী।

অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।

প্রতারণার মামলা দায়েরের পর একবার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেছেন সোনাক্ষী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত তিনি। মামলার প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হলো।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।