মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৭:০২ এএম, ১২ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের বারিন্দা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আনাইতারা ইউনিয়নের জিন্নত আলীর বাড়ির পাশে ডাকাতদল জমায়েত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী তাদের ঘেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের কাছ থেকে ছুরি, চাকু ও রডের কয়েকটি লাঠি উদ্ধার করেছে।

গ্রেফতাররা হলেন-সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরমুকিনপুর রাজাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে দুলাল হোসেন (২৪), একই এলাকার নুরুল ইসলামের ছেলে শরীফ (২১), টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার জোদ্দারপাড়া রামপুর গ্রামের ফজর আলীর ছেলে আলমগীর (২৫), নিকরাইল গ্রামের আইন উদ্দিনের ছেলে রজব আলী (২৫) ও দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের আওয়ালের ছেলে অমিত খন্দকার অলিদ (২০)।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, গ্রেফতারদের মধ্যে রজব আলীর নামে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় ৩(৩)০৮ এবং কালিহাতি থানায় ১৩(১)০৮ দুটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।